মানবতাবিরোধী অপরাধ : নেত্রকোনায় ৫ জনের রায় যেকোনো দিন

  28-01-2019 05:23PM

পিএনএস ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে নেত্রকোনায় মাওলানা আবদুল মজিদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার রায় যেকোনো দিন দেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এই মামলার পাঁচ আসামিই পলাতক।

রাষ্ট্রপক্ষ জানায়, প্রথমে এই মামলায় ছয়জন আসামি ছিলেন। এর মধ্যে আসামি আব্দুর রহমান মারা যান। তাই তাঁকে মামলা থেকে বাদ দেওয়া হয়। মামলার অন্য আসামিরা হলেন, আব্দুল খালেক তালুকদার (৬৭), কবির খান (৭০), আব্দুস সালাম বেগ (৬৮) ও নুরউদ্দিন (৭০)।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোখলেছুর রহমান বলেন, মামলার শুনানি শেষ হয়েছে। এতে তদন্ত কর্মকর্তাসহ ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। রায় যেকোনো দিন হবে বলে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে আনা সব অপরাধের অভিযোগ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে। আশা করছি আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে।

এ মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী তামিম বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছে।

গত বছরের ২২ মে ছয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষ। ১৬ মার্চ তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাত অভিযোগ আনা হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন