আজ কোকা-কোলার বিজ্ঞাপনে বাংলা ভাষার বিকৃতি বন্ধে রিটের শুনানি

  03-03-2019 02:00PM

পিএনএস ডেস্ক : বাংলা শব্দকে বিকৃত করে দ্য কোকা-কোলা কোম্পানির কোমল পানীয়র বোতলে বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি হবে আজ।

রোববার (৩ মার্চ) হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রিটের শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী মো. মনিরুজ্জামান রানা।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করা হয়।

রিটে বাংলা ভাষার বিকৃতি বন্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে রুল জারিরও আর্জি জানানো হয়।

এতে আইন সচিব, তথ্য সচিব, সংস্কৃতি মন্ত্রণালয় সচিব ও বাংলা একাডেমিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

রিটকারী মনিরুজ্জামান রানা বলেন, সম্প্রতি কোকো-কোলা তাদের বোতলে জটিল, চরম, মাথা নষ্ট, আগুন, অস্থির, গাব, সেই এবং আরও কিছু শব্দের বিকৃত ব্যবহার করছে। বাংলা শব্দের বিকৃত ব্যবহারের কারণে ভাষার মর্যাদা নষ্ট হচ্ছে। শিশুরা বিভ্রান্ত হচ্ছে, তাদের মনে প্রভাব পড়ছে।

রিটে আবেদন করা হয়েছে, ভাষার বিকৃতি বন্ধ করতে ওইসব কোমল পানীয়গুলো বাজার থেকে সরিয়ে নিতে যেন নির্দেশ দেন আদালত।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন