নুসরাত হত্যা : সহপাঠী কামরুন্নাহার ৫ দিনের রিমান্ডে

  17-04-2019 02:14PM


পিএনএস ডেস্ক: ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত তাঁর সহপাঠী কামরুন্নাহার মনির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ফেনীর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিনের আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

সোমবার রাতে গ্রেপ্তার করা হয় কামরুন্নাহার মনিকে। এরপর গতকাল মঙ্গলবার আদালতে তার রিমান্ড চায় পিবিআই। কামরুন্নাহার সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিল।

পিবিআই জানিয়েছে, মামলার এজাহারভুক্ত আটজনের মধ্যে সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। হাফেজ আবদুল কাদের নামে এজাহারভুক্ত আরও এক আসামি এখনও পলাতক রয়েছে।

গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় নুসরাত জাহান রাফি গেলে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এরপর ১০ এপ্রিল (বুধবার) রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন