কোটা সংস্কার আন্দোলনের চার মামলায় প্রতিবেদন ১৩ জুন

  29-04-2019 05:53PM

পিএনএস, নিজস্ব প্রতিবেদক : রাজধানিতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য়ের বাসভবনে ভাঙচুর, পুলিশকে মারধরসহ ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় দায়েরকরা চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জুন দিন ধার্য করা হয়েছে।

এ চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল সোমবার। এমামলার তদন্তকারী কর্মকর্তারা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মো.জসিম উদ্দিন এ দিন ধার্য্য করেন।

গত ২০১৭ সালের ৮ এপ্রিল সরকারি চাকুরীতে সংস্কার কোটা সংস্কার আন্দোলন চলাকালে দায়িত্বরত পুলিশকে মারধর, কর্তব্যে বাধা, পুলিশের ওয়াকিটকি ছিনতাই ও ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনার অভিযোগে শাহবাগ থানার ১০ এপ্রিল এচারটি মামলা করা হয়। চার মামলার মধ্যে তিনটি পুলিশ বাদি হয়ে করে। ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল আহসান বাদি হয়ে একটি মামলাটি করেন। দায়ের করা এসব মামলায় আসামিদের নাম ও সংখ্যা উল্লেখ করা হয়নি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন