চ্যারিটেবল মামলায় খালেদার আপিল শুনানির জন্য গ্রহণ, অর্থদণ্ড স্থগিত

  30-04-2019 11:44AM

পিএনএস ডেস্ক : গ্রেফতার ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান৷ রবিবার রাতে ক্রিকেটার শামির উত্তরপ্রদেশের বাড়ি থেকে তাঁর স্ত্রী হাসিনকে গ্রেফতার করা হয়৷রবিবার ক্রিকেটার শামির উত্তরপ্রদেশের আমরোহার পৈতিক বাড়িতে গিয়েছিলেন হাসিন৷ সেখানেই শামির পরিবারের সঙ্গে আগ্রাসী মেজাজে কথা কাটাকাটিতে জড়ান বলে অভিযোগ৷ শামির মায়ের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা কাটাকাটি হয় বলেও অভিযোগ করেছে ক্রিকেটারের পরিবার৷

এরপরই শামির পরিবার থেকে থানায় অভিযোগ জানানো হলে হাসিনকে গ্রেফতার করে আমরোহারের পুলিশ৷ জানা গিয়েছে হাসিনের নামে শান্তিভঙ্গের অভিযোগ এনে চার্জশিট গঠন করেছে পুলিশ৷ ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারা অনু্যায়ী হাসিন জাহানের নামে চার্জশিট গঠন করা হয়েছে ৷ সোমবারই তাকে আদালতে পেশ করা হয় বলে জানা গিয়েছে৷ পরে জামিন পান হাসিন জাহান৷ এই মুহূর্তে আইপিএলে খেলার জন্য কিংস ইলেভেন পাঞ্জাব শিবিরে রয়েছেন শামি৷



ফেসবুক পোস্টে শামির বিরুদ্ধে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ এনেছিলেন হাসিন জাহান



জানা গিয়েছে রবিবার রাতের দিকে শামির বাড়িতে ঢুকে তাঁর পরিবারের সঙ্গে ঝামেলায় জড়ান হাসিন৷ ছেলে শামির অনুপস্থিতিতে তাঁর বাড়িতে ঢুকে অসভ্য আচরণকে প্রতিবেশীরাও ভালো চোখে দেখেনি৷ হাসিনের বিরুদ্ধে আমরোহায় শামির বাড়ির প্রতিবেশীরা বয়ান দিয়েছে বলে জানা গিয়েছে৷ হাসিনের পাল্টা দাবী প্রভাব খাটিয়ে তাঁকে পথে বসাচ্ছেন ক্রিকেটার৷

এর আগে নিজের ফেসবুক ওয়ালে শামির বিরুদ্ধ বধূনিযার্তন ও বিবাহ বর্হিভূত একাধিক সম্পর্কে জড়ানোর অভিযোগ এনেছিলেন হাসিন জাহান৷ ছিল পাকিস্তানের মহিলা আলিশবা সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগও৷ পরে পুলিশের কাছে এসব নিয়ে অভিযোগ জানালে লালবাজারের গোয়েন্দা বিভাগ শামির বিরুদ্ধে তদন্ত শুরু করে৷

লিখিত অভিযোগের ভিত্তিতেই টিম ইন্ডিয়ার স্পিডস্টারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে কলকাতা পুলিশ৷ শামি ও তাঁর পরিবারের ৪জন সদস্যের বিরুদ্ধে ধর্ষণ, হুমকি, নির্যাতন থেকে শুরু করে খুনের চেষ্টা, একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়৷

মামলা করা হয় ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ, ৩২৩, ৩০৭, ৩৭৬, ৫০৬, ৩২৮ ও ৩৪ নম্বর ধারায়৷ আলিপুর আদালতে শামির বিরুদ্ধে মামলা শুরু হয়৷ তদন্তে স্বামী-স্ত্রীর কথোপকথনের অডিও ক্লিপ যাচাই করে চলতি বছরের মার্চে চার্জশিট জমা দেয় কলকাতা পুলিশ৷ সম্পর্কের টানাপোড়েনের মাঝে শামি তাঁকে টাকা দেওয়াও নাকি বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করেছিলেন হাসিন৷

সবের মাঝেই ফের শামি-হাসিন বিবাদে নতুন করে জলঘোলা শুরু হল বলা চলে৷ এবার শামির বাড়ি গিয়ে গ্রেফতার হয়ে শিরোনামে হাসিন জাহান৷

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন