দুই সিটির প্রধান নির্বাহীকে হাইকোর্টে তলব

  05-05-2019 04:59PM

পিএনএস ডেস্ক : রাজধানীতে বায়ু দূষণ রোধে আদালতের দেওয়া আদেশ অমান্যের কারণ ব্যাখ্যা চেয়ে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে তলব করেছেন হাইকোর্ট বিভাগ। আগামী ১৫ মে স্বশরীরে আদালতে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আজ রবিবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। সিটি কর্পোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী নুরুন্নাহার।

শুনানি শেষে আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রুটিন ওয়ার্ক দেখে আদালত সন্তুষ্ট না। তাদের প্রতি নির্দেশনা ছিল, ধুলা নিয়ন্ত্রণে প্রতিদিন তারা শহরে দুইবার করে পানি ছিটাবে। করপোরেশনের পক্ষ থেকে জমা দেওয়া কাগজপত্র অনুযায়ী, তাদের রুটিন ওয়ার্ক দেখে আদালত সন্তুষ্ট হতে পারেনি। তাই এই আদশ দেন আদালত।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন