বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশনা করার বিষয়ে অতিদ্রুত ব্যাখ্যা পাবেন : আইনমন্ত্রী

  20-05-2019 03:54PM


পিএনএস ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশনা করার বিষয়ে আপনারা অতিদ্রুত এ বিষয়ে একটি ব্যাখ্যা পাবেন। ভুল বোঝাবুঝি অবসান হবে।

আজ সোমবার প্রধান বিচারপতির সাথে সাক্ষাত শেষে মন্ত্রী সংবাদিকদের বলেন, আমার সাথে প্রধান বিচারপতির সাথে মাঝে মাঝে কথা হয়েই থাকে। তাই আমার এখানে আসা অস্বাভাবিক কিছু না।

বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশনা করার বিষয়ে সুপ্রিম কোর্টের দেয়া বিজ্ঞপ্তির বিষয়ে প্রধান বিচারপতির সাথে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আনিসুল হক বলেন, আমি নিশ্চয়ই এ বিষয়ে কথা বলেছি। আলাপচারিতা চলছে, কিছুটা (বিজ্ঞপ্তি নিয়ে) যদিও ভুল বোঝাবুঝি হয়ে থাকে সে ব্যাপারটা তাদের (আপিল বিভাগের বিচারপতিগণের) বিবেচনায় আছে। আমার মনে হয় আপনারা অতিদ্রুত এ বিষয়ে একটি ব্যাখ্যা পাবেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ষোড়শ সংশোধনী না থাকায় আপিল আদালতে এ মূহূর্তে বিচারপতিদের অপসারণের বিষয়ে শূন্যতা রয়েছে- সে বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, কোনো সমস্যা যদি হয় তাহলে রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সর্বোচ্চ পদের অধিকারী। তার কাছে নিশ্চই কোনো না কোনো নালিশ পাঠানো যেতে পারে এবং তার যথেষ্ট ক্ষমতা আছেন তিনি সেদিক থেকে সংবিধানের মধ্য থেকে বিবেচনা করতে পারেন। সেটা কার বিবেচ্য বিষয় সেটা আমাকে জিজ্ঞাসা করা হলে তাকে আমি বলবো। ষোড়শ সংশোধনীর বিষয়ে যে শূন্যতা সে শূন্যতার কারণেই কোনোকিছুই রাষ্ট্রপতির কাছে পাঠানো যাবে না, এটা ঠিক না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন