সম্রাট হোটেলের মালিকসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা

  26-05-2019 10:02PM

পিএনএস ডেস্ক : রাজধানীর ফার্মগেটের সম্রাট হোটেলের সাততলার একটি কক্ষে আমিনুল ইসলাম সজল ও মরিয়ম আক্তার জেরিন নামের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আদালতে হত্যা মামলা করা হয়েছে। নিহত জেরিনের বাবা মোস্তাক আহমেদ রোববার ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে মামলাটি করেন।

বাদীপক্ষের আইনজীবী আল আহাদ খান জিকু সাংবাদিকদের বলেন,ঢাকার মহানগর হাকিমের আদালতে দণ্ডবিধির ৩০২/৩৪/ ১০৯ ধারায় হত্যা মামলা করা হলে বিচারক নিহত মরিয়ম আক্তার জেরিনের ময়নাতদন্ত প্রতিবেদন, সুরতহাল প্রতিবেদন, অপমৃত্যুর মামলাসহ সব কাগজপত্র তদন্ত করে প্রতিবেদন আকারে দাখিলের জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলায় হোটেল মালিক জসিম উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপক রাসেল আহমেদ হোসেন ও কেয়ারটেকার সুমন হোসেনকে আসামি করা হয়েছে।

নিহত জেরিনের বাবা অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় বার বার মামলা করতে গেলে পুলিশ ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’

গত ২ এপ্রিল সম্রাট হোটেল থেকে দুজনের লাশ উদ্ধার করে তেজগাঁও থানার পুলিশ। পরে পুলিশ থানায় অপমৃত্যুর মামলা করে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন