একাত্তরে রণদা প্রসাদ হত্যা মামলায় রায়ে মাহবুবুর রহমানের মৃত্যুদণ্ড

  27-06-2019 12:12PM


পিএনএস ডেস্ক: একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা রণদা প্রসাদ সাহা ও তাঁর ছেলে ভবানী প্রসাদ সাহাকে অপহরণ ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে আসামি মাহবুবুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

দীর্ঘদিন বিচারের পর মামলাটির রায় করা হয় আজ বৃহস্পতিবার। এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাহবুবুর রহমান (৬৯) কারাগারে আছেন।

আদালত সূত্র জানায়, আসামি মাহবুবের বিরুদ্ধে হত্যাসহ তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে।

এর আগে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, একটি ফৌজদারি মামলায় মাহবুবুর রহমানকে গত বছর গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরের ৯ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। আসামি মাহবুবুর রহমানের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বৈরাটিয়াপাড়ায়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন