তানোরে মদ খেয়ে রাস্তায় মাতলামি, শ্রীঘরে ছাত্রদল সভাপতি

  30-06-2019 04:01PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : মদ খেয়ে রাস্তায় মাতলামি করার দায়ে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর ছাত্রদলের সভাপতি আবু বক্কারকে (২৭) আটক করা হয়েছে। শনিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটক ছাত্রদল নেতা বাক্কার মুন্ডুমালা পৌর এলাকার চিনাশো গ্রামের বাসিন্দা ও স্থানীয় আব্দুল করিমের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মদ পান করে ব্যাটারী চালিত অটোগাড়ীতে চড়ে পাঁচন্দর মোড়ে আসে ছাত্রদল নেতা আবু বকর। এমন সময় পুলিশের একটি টহলদল তাকে মদপান অবস্থায় আটক করে থানায় নিয়ে আসেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, আবু বাক্কারের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। মদ খেয়ে মাতলামির দায়ে আটকের পর তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিতে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন