ভৈরবের সেই চিকিৎসকের জামিন

  08-07-2019 02:02AM



পিএনএস ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় পোলট্রি ব্যবসায়ী জুয়েল মিয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত চিকিৎসক ডা. কামরুজ্জামান আজাদের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালতের বিচারক মো. মামুনুর রশিদ ওই চিকিৎসকের জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস ও অ্যাডভোকেট মোস্তাফা জামান আদালতে জামিন আবেদন করেন।

আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষে কোর্ট ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম জামিনের বিরোধিতা করলেও আদালত শুনানি শেষে চিকিৎসককে জামিনের আদেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম বলেন, মামলাটি জামিনযোগ্য। আমি জামিনের বিরোধিতা করলেও আদালত তাকে জামিন দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ওই হাসপাতালে ভুল চিকিৎসায় জুয়েল মারা যায়। পরে স্বজনরা অভিযোগ করলে পুলিশ ডা. কামরুজ্জামান আজাদকে গ্রেফতার করে।

শুক্রবার রোগীর ভাই মো. কামাল মিয়া দুই ডাক্তারসহ ৫ জনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা করলে ওইদিনই পুলিশ ডাক্তারকে কিশোরগঞ্জ কারাগারে পাঠায়।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন