তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নাজমুল হুদা দম্পতির জামিন

  09-07-2019 03:41PM


পিএনএস ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার জামিন বর্ধিত করেছেন হাইকোর্ট। এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ আগাম জামিন বর্ধিত করে হাইকোর্ট।

আজ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে নাজমুল হুদা নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন খুরশীদ আলম খান।

২০০৮ সালের ১৮ জুন রাজধানীর মতিঝিল থানায় নাজমুল হুদা দম্পতির বিরুদ্ধে যমুনা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মামলাটি করে দুদক।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন