এবার তারেক-ফখরুলের বিরুদ্ধে মামলা এবি সিদ্দিকীর

  05-08-2019 12:27PM


পিএনএস ডেস্ক: দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার কারণে হুমকির অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ নেতার বিরুদ্ধে মামলার করা হয়েছে।

আজ সোমবার (৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মামলাটি করেন। তবে মামলা গ্রহণের বিষয়ে এখনো কোনো আদেশ দেননি আদালত।

মামলার বাদী এবি সিদ্দিকী বলেন, খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করায় আমাকে নানাভাবে হুমকি দিচ্ছেন আসামিরা। সর্বশেষ আইএসের নামে আমার বাসায় চিঠি পাঠানো হয়। তাই আমি আদালতে এসেছি মামলা করতে। আদালত এ বিষয় এখনও কোনো আদেশ দেননি।

মামলার অভিযোগে এবি সিদ্দিকী বলেন, গত ২৩ জুলাই আমার বাসায় একটি রেজিস্ট্রি চিঠি পাঠান বুয়েটের শিক্ষক হাফিজুর রহমান রানা। চিঠিতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করার কারণে আইএস'র ভয় দেখিয়ে আমাকে হুমমি দেওয়া হয়। তাই পরের দিন সরকারের কাছে রাষ্ট্রীয় নিরাপত্তা চেয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়রি করেছি। আসামিদের বিরুদ্ধে দণ্ড বিধির ১০৯/৫০৬ ধারায় অপরাধ আমলে নিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করছি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন