তিন বিচারপতির বিরুদ্ধে বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত

  22-08-2019 11:38PM

পিএনএস ডেস্ক: হাইকোর্টের তিনজন বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত থাকতে বলেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এই সিদ্ধান্তের কথা তাঁদের জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ছুটির আবেদন করেছেন ওই তিনজন বিচারপতি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান ওসাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হাইকোর্টের তিনজন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের প্রেক্ষাপটে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে তাদের বিচারকার্য থেকে বিরত রাখার সিদ্ধান্তের কথা অবহিত করা হয়। পরবর্তীতে তাঁরা ছুটির প্রার্থনা করেন।

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযুক্ত তিন বিচারপতি হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি একেএম জহিরুল হক ও বিচারপতি কাজী রেজাউল হক। কী কারণে বা কী অভিযোগে তাঁদের বিচারকাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে, তা জানানো হয়নি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, হাইকোর্টের তিনজন বিচারপতির বিরুদ্ধে প্রধান বিচারপতি পদক্ষেপ নিয়েছেন। এই পদক্ষেপকে আমি স্বাগত জানাই।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন