দুই প্রতিষ্ঠানকে জরিমানা করে বিড়ির লিফলেটে আগুন

  01-09-2019 01:27AM

পিএনএস ডেস্ক: কক্সবাজার শহরের খুরুশকুল রাস্তার মাথা এলাকায় আবুল খায়ের ও আকিজ বিড়ির গুদামে বিশেষ অভিযান চালানো হয়েছে। এ সময় ধূমপান ও তামাকজাত নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় দুই প্রতিষ্ঠানকে পৃথকভাবে ২০ হাজার ও ৫০ হাজার টাকা জরিমানা ও বিজ্ঞাপনের লিফলেট পুড়িয়ে দেয়া হয়।

শনিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন।

অভিযানে অর্থদণ্ড ছাড়াও প্রনোদনা ও বিজ্ঞাপনের কাজে ব্যবহৃত প্রায় চার লাখ টাকার লিফলেট জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়।

পরে নির্বাহী ম্যজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি বলেন, সরকারি আইন লঙ্ঘন করে মাদকজাতদ্রব্য সেবনে উদ্বুদ্ধ করণ, গুদামজাত ও বিক্রয়কারীদের বিরুদ্ধে অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন