ইলিশ শিকার করায় ৮ জেলের কারাদণ্ড

  12-10-2019 08:21AM



পিএনএস ডেস্ক: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে মানিকগঞ্জের শিবালয়ে আট জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জাকির হোসন এ সাজা দেন।

শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ওই আট জেলে যমুনা নদীতে ইলিশ শিকার করছিলেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাছ ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন বিচারক।

দণ্ডপ্রাপ্তদের বাড়ি মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর এবং পাবনা জেলার বিভিন্ন এলাকায়।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন