মেজর হাফিজের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

  13-10-2019 03:46PM

পিএনএস ডেস্ক :সিঙ্গাপুর থেকে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হওয়া বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রবিবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে এই রিমান্ড আবেদন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মাবুদ জানান, ৭ দিনের রিমান্ড চেয়ে হাফিজউদ্দিন আহমেদকে আদালতে পাঠানো হয়েছে। একই মামলায় গ্রেফতার হওয়া অবসরপ্রাপ্ত কর্নেল মুহাম্মদ ইসহাক মিয়ানকে শনিবার ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

এর আগে শনিবার (১২ অক্টোবর) সিঙ্গাপুর থেকে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করে র‌্যাব-৪। পরে র‌্যাবের মামলায় রাজধানীর পল্লবী থানায় তাদের সোপর্দ করা হয়।

একই অভিযোগে কর্নেল ইসহাক খালেদার জিয়ার নিরাপত্তা টিম সিএসএফের (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স) প্রধান কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়।

তারা ই-মেইলে বিভিন্ন সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর, বানোয়াট ও উদ্দেশ্যমূলক কথা-বার্তা আদান-প্রদান করেছেন বলে মামলায় অভিযোগ করা হলেও বিএনপির দাবি, দলের ভাইস-চেয়ারম্যান হাফিজকে রাজনৈতিক উদ্দেশে গ্রেফতার করা হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন