১৬ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়েছে

  29-10-2019 02:43PM

পিএনএস ডেস্ক: ফেনীর আলোচিত সোনাগাজী ইসলামিয়া মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) রায়ের কপি ফেনীর আদালত থেকে উচ্চ আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মামলার ২ হাজার ৩২৭ পৃষ্টার ডেথ রেফারেন্স কপি ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারেকের আদালত থেকে তা হাইকোর্টে পাঠানো হয়।

বিচারিক আদালতের সরকারি পাবলিক প্রসিকিউটর হাফেজ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠানো হয়েছে।

এর আগে ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ নুসরাত জাহান রাফিকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যার মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এই টাকা আদায় করে নুসরাতের পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন