মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আকবর গ্রেপ্তার

  31-10-2019 01:17PM


পিএনএস ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলাসহ অর্ধশত নাশকতা মামলার আসামি জামায়াত নেতা মাওলানা আকবর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজাবক্স গ্রামে মেয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আকবর আলী একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি। এ ছাড়া ২০১৩ সালে নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা রয়েছে। ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে আত্মগোপনে চলে যান আকবর। গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার ব্রজাবক্স গ্রামে মেয়ের বাড়ি থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

আকবর আলীর বিরুদ্ধে ২০০৯ সালে মানবতাবিরোধী অপরাধের মামলা (জিআর ৯২/৯, কালিগঞ্জ) দায়ের করা হয় বলে জানান পুলিশ সুপার।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন