রায়ের রিভিউ আবেদন করা হবে : আজহারের আইনজীবী

  31-10-2019 02:36PM


পিএনএস ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রায় ঘোষণার পর সুপ্রিম কোর্ট বার ভবনের সভাপতির কক্ষের সামনে এক ব্রিফিংয়ে এটিএম আজহারুল ইসলামের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, লিখিত রায় পাওয়ার পর তারা রায় পুনঃবিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করা হবে। আইনের বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড দেয়া সঠিক হয়েছে কি না- সেটাই আমরা রিভিউ আবেদনের মাধ্যমে আদালতে তুলে ধরব। এবং তার সাজা বহাল থাকবে কি- না থাকবে, যারা যারা রিভিউ শুনবেন তাদের উপর নির্ভর করবে।

তিনি বলেন, তবে আমরা আশাবাদী যে সময়ের ঘটনায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, সেসময় তিনি রংপুর কারমাইকেল কলেজের ১৮ বছরের যুবক ছিলেন। তাকে ফাঁসি দেয়া হয়েছে পাকিস্তানী বর্বর বাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়েছে তারই কারণে তাকে অ্যাবেটর হিসেবে সাজা দেয়া হয়েছে। যারা বাংলাদেশে এই বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদেরকে আমরা মাফ করে দিয়েছি। প্রধান আসামীদের মাফ করে দিয়ে অ্যাবেটরদের বিচার করে সাজা দেয়া হচ্ছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন