খাগড়াছড়িতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

  17-11-2019 03:55PM

পিএনএস ডেস্ক : খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে নিজাম উদ্দিন (৩১) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান রায় ঘোষণা করেন। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদীপক্ষ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৪ অক্টোবর গভীর রাতে খাগড়াছড়ির শালবন এলাকায় নিজ ঘরে স্ত্রী শিরিন আক্তারকে (২৪) শ্বাসরোধ করে হত্যা করেন নিজাম উদ্দিন।

ওই দিন শিরিনের বাবা বাদী হয়ে নিজামকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চলতি বছরের ২৫ মার্চ নিজামকে আসামি করে পুলিশ চার্জশিট দেয়। আদালত রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় প্রদান করেন।

এদিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত শিরিনের বাবা তাজুল ইসলাম। তবে এটিকে একপেশে রায় দাবি করে আপিল করার কথা জানিয়েছেন আসামি নিজাম উদ্দিন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন