পাঁচ দেশে গৃহকর্মী না পাঠানোর নির্দেশনা চেয়ে রিট

  18-11-2019 04:51PM

পিএনএস ডেস্ক : গৃহকর্মীর হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাদেশের অসংখ্য নারী। নির্যাতন সইতে না পেরে অনেকে ফেরত আসছেন। নির্যাতনসহ নানাভাবে মারা গেছেন অর্ধশতাধিক নারী।

এ অবস্থায় যথাযথ আইনি সুরক্ষা নিশ্চিত না করে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশে গৃহকর্মী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন রাজিয়া খাতুন নামের এক নারী। দেশগুলো হলো, সৌদি আরব, জর্ডান, লেবানন, সিরিয়া ও ইরাক।

একইসঙ্গে মানব পাচার দমন ও প্রতিরোধ আইনে করা মামলার বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার বিদেশ ফেরত নারী শ্রমিকদের প্রত্যাবর্তন, পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। ১২ নভেম্বর কক্সবাজারের রাজিয়া খাতুন রিট করেন। রাজিয়া বেগমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জামান আক্তার বুলবুল এই রিট করেন। রিটে বিবাদী করা হয়েছে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ সচিবসহ সংশ্লিষ্টদের।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি হবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন