প্রধান বিচারপতির এজলাস কক্ষে বসানো হচ্ছে সিসি ক্যামেরা

  10-12-2019 01:09AM

পিএনএস ডেস্ক: ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হচ্ছে আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষে। আজকালের মধ্যেই এসব ক্যামেরা বসানো হবে। এজলাস কক্ষে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটানো এড়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সুপ্রিমকোর্টের একটি সূত্র জানিয়েছে।

চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে ৫ ডিসেম্বর প্রধান বিচারপতির এজলাসে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনা ঘটে। ওইদিন খালেদা জিয়ার জামিন শুনানি পেছানোকে কেন্দ্র করে বিএনপিপন্থী শতাধিক আইনজীবী এ ঘটনা ঘটান। এতে ব্যাহত হয় বিচার কাজ। ১২ ডিসেম্বর আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের ওপর শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

সূত্র জানায়, এজলাস কক্ষে যারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের চিহ্নিত করতে এই সিসি ক্যামেরা বসানো হচ্ছে। যাতে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহজ হয়।

উল্লেখ্য, রোববার এক আইনজীবী সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল, আপিল ও হাইকোর্টের রেজিস্ট্রারদ্বয়কে লিগ্যাল নোটিশ পাঠান। ওই নোটিশ অনুযায়ী কোর্ট রুমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে তাদের পদক্ষেপ নিতে বলা হয়।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন