বাল্য বিয়ে পড়ানোয় কাজীর ৬ মাসের কারাদণ্ড

  14-12-2019 07:37PM

পিএনএস ডেস্ক : বাল্য বিয়ে পড়ানোর অপরাধে গাইবান্ধায় এক নিকাহ রেজিস্টারকে (কাজী) ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী শনিবার এই আদেশ দেন।

ওই কাজীর নাম মো. আব্দুল মোত্তালিব মীর। তিনি গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর জামপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে ও লক্ষ্মীপুর ইউনিয়নের সরকারের সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক নিয়োগপ্রাপ্ত নিকাহ রেজিস্টার (কাজী)।

লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল জানিয়েছেন, শুক্রবার রাতে গোবিন্দপুর জামপাড়া গ্রামে এক কিশোরীর (১৬) বিয়ে সম্পন্ন হয়। কাজী মো. আব্দুল মোত্তালিব মীর তার নিজ বাড়িতে এই বিয়ে পড়ান ও রেজিস্টি করেন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ওই কাজীর বাড়ি ঘিরে রাখে এবং গাইবান্ধা ইউএনওকে খবর দেয়।

ইউএনও প্রসূন কুমার চক্রবর্তী শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সবার কথা শোনার পর তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন