সম্রাট-আরমানের মাদক মামলা আমলে নিলেন আদালত

  15-12-2019 02:29PM


পিএনএস ডেস্ক: রাজধানীর রমনা থানায় মাদক আইনে করা মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানের বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়েছেন আদালত।

রবিবার ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান চার্জশিট আমলে নিয়ে মামলা বদলির আদেশ দেন। নিয়মানুযায়ী মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হবে।

এর আগে ৯ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমানের আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাহব-১ এর উপ-পরিদর্শক আবদুল হালিম।

ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর সম্রাটের নাম আসার পর থেকেই তাকে নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। অভিযান শুরুর পর হাইপ্রোফাইল কয়েকজন গ্রেফতার হলেও খোঁজ মিলছিল না সম্রাটের। এসবের মধ্যে তার দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়। এরপর ৫ অক্টোবর রাত থেকেই তার গ্রেফতার হওয়ার খবর এলেও পরদিন সকালে তাকে গ্রেফতার দেখানো হয়।

৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাটকে গ্রেফতার করে র্যা ব। তার সঙ্গে আরমানকেও গ্রেফতার করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন