ভিপি নুর রক্তাক্ত: মুক্তিযুদ্ধ মঞ্চের ৩ নেতা রিমান্ডে

  24-12-2019 04:08PM

পিএনএস ডেস্ক: ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের দফতর সম্পাদক মেহেদী হাসান শান্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পুলিশের রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের দফতর সম্পাদক মেহেদী হাসান শান্তকে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকে ইট-পাটকেল ছোঁড়াও হয়। এতে ভিপি নুরসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন। এই হামলার জন্য ভিপি নুর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চকে দায়ী করছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন