চাঁপাইনবাবগঞ্জে ভাইকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

  14-01-2020 05:07PM

পিএনএস ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে সৎ ভাইকে হত্যার দায়ে কেতাব আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত কেতাব আলী জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা হাউসনগর গ্রামের বিশারত আলীর ছেলে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, দণ্ডপ্রাপ্ত কেতাবুল আলীর সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল তার সৎভাই জাহাঙ্গীর আলমের। এর জেরে ২০১৮ সালের ৩ মে রাতে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে মনাকষা চৌধুরিপাড়া মোড় এলাকায় জাহাঙ্গীর আলমকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে কেতাবুল আলী। ওই ঘটনায় ৪ মে নিহত জাহাঙ্গীরের ছেলে অসীম আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত কেতাব আলীকে মৃণ্ডদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন