৫৭৫ কোটি টাকা দিতে চায় গ্রামীণফোন

  26-01-2020 05:57PM

পিএনএস ডেস্ক: উচ্চ আদালতের ২০০০ কোটি টাকা দেওয়ার নির্দেশনার বিরুদ্ধে রোববার (২৬ জানুয়ারি) রিভিউ আবেদন করেছে গ্রামীণফোন।

প্রতিষ্ঠানটি এই ২০০০ কোটি টাকার পরিবর্তে ৫৭৫ কোটি টাকা দিতে চেয়েছে। রিভিউ আবেদনে তারা ১২ কিস্তিতে এই টাকা পরিশোধ করতে চায়।

অডিট আপত্তির বিষয়ে পরবর্তী আলোচনা শুরুর শর্ত হিসেবে আদালত গ্রামীণফোনকে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে ২০০০ কোটি টাকা জমা দেবার নির্দেশ দিয়েছে। অডিটে পাওনা দাবির টাকা নিয়ে দীর্ঘ দিন থেকেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সঙ্গে গ্রামীণফোনের আইনি লড়াই চলছে।

গত ২৪ নভেম্বর বিটিআরসির পাওনা সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা পরিশোধের জন্য গ্রামীনফোনকে নির্দেশ দেয় আপিল বিভাগ।

আগামী তিন মাসের মধ্যে এ অর্থ পরিশোধ করার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গত ২রা এপ্রিল গ্রামীণফোনকে একটি নোটিশের মাধ্যমে বিটিআরসিকে ৮ হাজার ৪৯৪ কোটি ১ লাখ টাকা আর জাতীয় রাজস্ব বোর্ডকে ৪ হাজার ৮৫ কোটি ৯৪ লাখ টাকা প্রদান করার নির্দেশ দেয় বিটিআরসি।

বিটিআরসির নিয়োগ করা একটি অডিট ফার্ম ১৯৯৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে এই বকেয়া তৈরি হয়েছে বলে প্রতিবেদন দেয়।

তবে এর আগে এই অর্থ নিয়ে আপত্তি প্রকাশ করেছে গ্রামীণ ফোন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন