তাবিথের প্রার্থিতা বাতিলে রিট: শুনানি হতে পারে আজ

  27-01-2020 09:21AM


পিএনএস ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিটের শুনানি হতে পারে আজ।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিট আবেদনকারী।

গতকাল রবিবার (২৬ জানুয়ারি) তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। এতে প্রধান নির্বাচন কমিশনার, তাবিথ আউয়াল, স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

এর আগে তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে গত ২৩ জানুয়ারি আবেদন দেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন