সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১১ ও ১২ মার্চ

  19-02-2020 05:44PM

পিএনএস ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২০২১ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ। দুই দিনব্যাপী ভোটগ্রহণের এই তারিখ নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপ-কমিটি ঘোষণা করা হয়েছে।

সমিতি ভবনের সম্মেলন কক্ষে আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হয়। সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ তফসিল ঘোষণা করেন। এ সময় সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনসহ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিল ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, মনোনয়ন প্রত্যাহার ৪ মার্চ। ১১ ও ১২ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ৭ হাজার ৫৮১ জন আইনজীবী ভোটার হয়েছেন। এরই মধ্যে এই ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

এদিকে নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীরা পৃথক দুটি প্যানেল ঘোষণা করেছেন। সরকার সমর্থক প্যানেল থেকে বর্তমান সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে সভাপতি পদে এবং অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হককে সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। অপরদিকে বিএনপিপন্থী আইনজীবীরা তাদের প্যানেল থেকে সাবেক সভাপতি অ্যাডভোকটে জয়নুল আবেদীনকে সভাপতি এবং সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই দুটি প্যানেল পুরো প্রচারণায় নেমে পড়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন