নিজের ড্রাইভারের নামে এসপির মামলা!

  25-02-2020 03:05AM



পিএনএস ডেস্ক: ট্রাফিক আইন লঙ্ঘন করায় নিজের গাড়ি চালকের নামে মামলা দিলেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি)। সোমবার রাত নয়টার দিকে শহরের গাঙ্গিনাপার এলাকা থেকে নতুনবাজারের দিকে যাচ্ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান।

এ সময় তাকে বহন করা সরকারি গাড়ির চালক ট্রাফিক আইন লঙ্ঘন করে দ্রুত গতিতে ডিভাইডারের উপর দিয়ে গাড়ি পার করেন। এ ঘটনায় আইনের লঙ্ঘন দেখে সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে খবর দেন ট্রাফিক বিভাগে।

ঘটনাস্থেলে সার্জেন্ট সালমান খান রাজন পৌঁছে সড়ক পরিবহন আইনের ৮৭ ধারায় মামলা করেন। ওই সময় ড্রাইভারের লাইসেন্সও জব্দ করেন।

ময়মনসিংহের ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে গাড়ির ড্রাইভার পুলিশ কনস্টেবল আব্দুল কুদ্দুসের নামে সড়ক পরিবহন আইনে মামলা দেয়ার নির্দেশ দেন পুলিশ সুপার। যে ধারায় মামলা হয়েছে তাতে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

এদিকে এ ঘটনা জানাজানি হলে শহরজুড়ে আলোচনার ঝড় বইছে। ঘটনার সময় উপস্থিত এক পথচারী কামরুজ্জামান বলেন, পুলিশ সুপারের এমন ভূমিকায় সাধারণ গাড়িচালকদের কাছে নতুন বার্তা পৌঁছাবে। সচেতনতা বাড়বে।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন