খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদেশ দুপুর ২টায়

  27-02-2020 11:41AM


পিএনএস ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জামিনের বিষয়ে আদেশ আজ বৃহস্পতিবার দুপুর ২টায় দেয়া হবে। যদিও খালেদা জিয়ার আইনজীবীরা আদেশ পিছিয়ে দেয়ার আবেদন করেছেন বলে জানা গেছে।

এর আগে, খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন হাই কোর্টে দাখিল করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে এ প্রতিবেদন দাখিল করা হয়। পরে বিকালে রিপোর্টটি সংশ্লিষ্ট আদালতে পৌঁছে দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি দাখিল করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন