সব আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

  18-03-2020 12:18PM


পিএনএস ডেস্ক: করোনাভাইরাসের কারণে দেশের সব আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একজন আইনজীবী আজ সব আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন বলে জানিয়েছে বিবিসি।

একইসঙ্গে, আদালতের আগামী দিনের নির্ধারিত অবকাশকালীন ছুটি এগিয়ে এনে এখনই কার্যকর করতে আর্জি জানানো হয়েছে রিটে।

এতে আইন সচিব, স্বাস্থ্য সচিব, পররাষ্ট্র সচিব, বিমান ও পর্যটন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্টদের এতে বিবাদী করা হয়েছে।

করোনার কারণে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে স্কুল ও সকল শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানও বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে কর্মীদের।

এদিকে বাংলাদেশসহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য কঠোর সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে এই অঞ্চলের দেশগুলোকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য জানায় দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় ৫০০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং প্রাদুর্ভাব ঠেকাতে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন