ডাক্তার-নার্সদের নিরাপত্তায় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের নির্দেশ হাইকোর্টের

  22-03-2020 01:57PM



পিএনএস ডেস্ক: কভিড-১৯ করোনাভাইরাস থেকে রক্ষায় হাসপাতালের চিকিৎসক, রোগী, নার্সসহ সংশ্লিষ্টদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ (পিপিই) সংগ্রহ ও সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে কি কি উপকরণ দরকার তার তালিকা করতে কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটি তালিকা করার পর সাত দিনের মধ্যে তা সংগ্রহ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

উপকরণ সংগ্রহ করতে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।

এক রিট আবেদনের প্রেক্ষিতে আজ রবিবার বিচারপতি আশাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টে রিট দায়ের হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়াসহ তিন আইনজীবী।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আদেশের বিষয়ে নিশ্চিত করেছেন তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন