দুর্গাপুরে ডাক্তারকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়ায় যুবকদের কারাদণ্ড

  04-05-2020 11:46PM

পিএনএস ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকিদাতা তিন নেশাগ্রস্থ যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রোববার বিকালে মেহেদী হাসান জয় (২০) নামে একজনকে ৪ মাসের সাজা দেয়ার মাধ্যমে অভিযুক্ত ৩ জনকেই সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ফারজানা খানম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে পরিত্যক্ত ভবনে একদল বখাটে যুবক প্রায়সময়ই নেশা করে আসছিল। এর প্রতিবাদ করতে গেলে গত শুক্রবার সকাল ৮টার দিকেডা. এএসএম তানজিরুল ইসলাম রায়হানকে প্রাণনাশের হুমকি দেয় ৩ যুবক।

ডা. রায়হান জানান, আমি ওদেরকে বিভিন্ন সময়ে নিষেধ করেছি স্বাস্থ্য কমপ্লেক্সে না আসার জন্য, আর এতেই ক্ষিপ্ত হয়ে আমাকে প্রাণনাশেরে হুমকি দিয়ে চলে যায় তিন যুবক।

দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাটি শুনেই ওই এলাকা পরিদর্শন করিয়েছি। অভিযুক্তদের আটক করতে সক্ষমও হয়েছি। অভিযুক্ত তিন যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন