সারা দেশে ভার্চুয়াল আদালতে ১০১৩ আসামির জামিন

  13-05-2020 11:59PM

পিএনএস ডেস্ক: সারা দেশের নিম্ন আদালতে ১ হাজার ১৮৩ জনের ভার্চুয়াল শুনানি নিয়ে ১ হাজার ১৩ আসামিকে জামিন দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গত সোমবার (১১ মে) থেকে জামিন শুনানি শুরু হয়। প্রথমবারের মতো ওইদিন কুমিল্লা জেলা ও দায়রা জজ এক আসামিকে জামিন দেন। দ্বিতীয় দিন মঙ্গলবার (১২ মে) ১৪৪ আসামিকে সারাদেশে জামিন দেওয়া হয়।

বুধবার সুপ্রিম কোর্ট জানায়, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়ীয়া, ফেনী, চাঁদপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, বরিশাল (বিভাগ), রাজশাহী, সিরাজগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনার বিভিন্ন আদালতে জামিন আবেদনগুলোর ওপর শুনানি হয়। শুনানি শেষে ১ হাজার ১৩ জনকে জামিন দেওয়া হয়েছে।

তবে কক্সবাজার, লক্ষ্মীপুর, বান্দরবানে কিছু আবেদন জমা পড়লেও তার ওপর শুনানি হয়নি।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন