নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী কারাগারে

  24-09-2020 05:19PM

পিএনএস ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা বেশ কয়েকটি নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে এসব মামলায় উচ্চ আদালত থেকে নেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় এ দুই দলের মোট ২৬ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত ১১ জনের জামিন মঞ্জুর করলেও বাকি ১৫ জনকে কারাগারে পাঠানের আদেশ দেন বলে জানিয়েছেন মহানগর দায়রা জজ আদালতের পিপি ফখরুদ্দিন আহমদ।

তিনি বলেন, ২০১৮ সালে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বায়েজিদ বোস্তামী এলাকায় নাশকতা কার্যক্রম চালায় বিএনপি-জামায়াত। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওইসব সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। এতদিন আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজ জামিনের মেয়াদ শেষে হাজিরা দিলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন