রায়হান হত্যা: এবার গ্রেপ্তার এএসআই আশেকে এলাহী

  29-10-2020 01:27PM

পিএনএস ডেস্ক: সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদকে হত্যার ঘটনায় আরো এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তার পুলিশের সহকারী উপদর্শক (এএসআই) আশেকে এলাহী বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন। এ ঘটনার পর গত ১৩ অক্টোবর সাময়িক বরখাস্তকৃত চারজনের মধ্যে তিনি একজন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এসপি খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এসপি বলেন, বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে সিলেট পুলিশ লাইন্স থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে।

এর আগে গত ২৪ অক্টোবর এ মামলায় সাময়িক বরখাস্ত হারুনুর রশীদ ও ২০ অক্টোবর কনস্টেবল টুটুল চন্দ্র দাসকে গ্রেপ্তার করে পিবিআই।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর রাতে রায়হান আহমেদ নামের এক যুবককে আটক করে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। অভিযোগ উঠেছে, ওই রাতে ফাঁড়িতে তার ওপর নির্যাতন চালায় পুলিশ। পরে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনায় গত ১১ অক্টোবর রাতে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। এ মামলার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন