যে কারণে দেহরক্ষীরা চোখে কালো চশমা পড়েন

  28-11-2017 05:01PM


পিএনএস ডেস্ক: আপনারা কথনও ভেবেছেন কেন দেহরক্ষীরা ভিড়ের মধ্যে চশমা পড়ে থাকেন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে থাকা দেহরক্ষীরা সবসময় চশমা পড়ে থাকেন। বিশেষ করে যখন তারা নেতাদের সাথে প্রকাশ্যে কোথাও যায়।

কোনো অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে তাদের নেতাদের দেখাশোনা করার প্রশিক্ষণ দেওয়া হয়। এই দেহরক্ষীদের চশমা পড়ে শুধুমাত্র তাদের স্মার্ট দেখায় তাই নয় এর মধ্যে লুকিয়ে রয়েছে অনেক সুবিধা।

এই চশমা তাদের মুখের ভাব লুকিয়ে রাখার সাথে এগিয়ে আসা কোনও অজানা লোককেও খুঁজে পেতে সাহায্য করে। চোখে ধুলো ঢুকে যাওয়ার থেকেও রক্ষা করে। এক মিনিটের জন্য তারা তাদের মনোযোগ সরাতে পারবে না।

এই চশমা ফ্যাশন স্টেটমেন্ট হলেও এটা দেহরক্ষীদের শরীরের অবিচ্ছেদ্য অংশ। বোমা বিস্ফোরণ বা গুলির ক্ষেত্রে, কোনও বাধা ছাড়াই তারা অপরাধীকে পরিষ্কার দৃষ্টিতে দেখতে পারে।

আমরা কখনই ভাবেনি যে একটা চশমা এতটা গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সন্দেহ নেই যে নিষেধাজ্ঞা ফ্যাশন হতে পারবে না।

পিএনএস/কামাল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন