মৃত্যুর স্বপ্ন দেখলে....

  25-12-2017 11:50PM

পিএনএস ডেস্ক: অনেকেই ঘুমের ঘোরে বার বার মৃত্যুর স্বপ্ন দেখেন। নিজের বা অন্যের, পরিচিত বা অপরিচিত, প্রিয় বা অপ্রিয়। এমন স্বপ্ন কম গুরুত্ব বহন করে না। কারণ সে হয়তো আপনাকে কিছু বলতে চাইছে। তাই বিশেষ ইঙ্গিতপূর্ণ হতে পারে স্বপ্নটি।

বিশেষজ্ঞরা বলেন, বার বার মৃত্যুর স্বপ্ন দেখা মানে আপনার জীবন থেকে কোনো একটি অধ্যায়কে মুছে ফেলতে চাওয়া। জীবনের অবাঞ্ছিত মুহূর্তগুলোকে বাদ দেওয়ার ইচ্ছাই ভেসে ওঠে স্বপ্নে। অথবা খুব প্রিয় বা কাছের কাউকে হারাতে হতে পারে। তবে এর বিপরীত ব্যাখ্যাও রয়েছে— হয়তো কোনো ব্যক্তির ওপর রাগ বা বিরক্তিই প্রতিফলিত হয় মৃত্যুর স্বপ্নে।

এখানেই শেষ নয়— যদি আপনি নিজের প্রতি কোনো কারণে অসন্তুষ্ট হন, তবে স্বপ্নে একাধিক বার মৃত্যুর দৃশ্য দেখতে পারেন। এছাড়া প্রিয় মানুষ বিপদে পড়লেও সে ক্ষেত্রে মৃত্যু স্বপ্ন দেখতে পারেন।

তবে যা-ই হোক না কেন, এ স্বপ্নের হাত থেকে মুক্তি পেতে চাইলে নিজেকে সময় দিতে হবে। নিজের বিশ্লেষণ করতে হবে। তবে সমাধান সম্ভব। কারণগুলো খুঁজে বের করে, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নেওয়াই ভালো।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন