মাটি খেয়েই জীবন পার

  20-01-2018 12:18PM

পিএনএস ডেস্ক: সেই ১১ বছর থেকে মাটি খাওয়া শুরু। এখন ৯৯। এতো বছর ধরে মাটি খেয়েই জীবন ধারণ করছেন ভারতের ঝাড়খণ্ডের কারু পাসওয়ান। তিনি খাবার বলতে মাটিকেই চেনেন। মাটি খেয়েই তাঁর বেঁচে থাকা। মাটি খেয়েই তাঁর দিন গুজরান। আর তাই মাটির প্রতি জন্মে গিয়েছে গভীর ভালোবাসা।

কিন্তু এতো কিছু থাকতে মাটি কেন ? কেন কারু পাসওয়ানের ভালোলাগে মাটির স্বাদ? এসব প্রশ্নের উত্তরে উঠে এসেছে এক হৃদয় বিদারক কাহিনি। ১১ বছর বয়স থেকে মাটি খাওয়া শুরু কারুর। চরম দারিদ্রের জেরে , বিপাকে পড়ে পেটের জ্বালা নিবারণে মাটি খেতেন তিনি। আর শেষমেশ সেই মাটির টানেই, এখন আর মাটি ছাড়া কিছু ভালো লাগে না। মাটি খাওয়া কার্যত এখন নেশাতে পরিণত করে ফেলেছেন কারু পাসওয়ান। কারুর সন্তানরা তাঁকে এই নেশা ছাড়ানোর প্রচুর চেষ্টা করেন। তবে লাভের লাভ কিছুই হয়নি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন