ক্যাফেতে থাকবে জীবন্ত সাপ

  25-01-2018 09:32AM


পিএনএস ডেস্ক: লন্ডনের ‘ক্যাট ক্যাফে’ও ‘আউল ক্যাফে’ গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল গত বছর। তাদের চ্যালেঞ্জ জানাতে হাজির হল এবার স্নেক ক্যাফে।

জাপান টোকিও-র হারাজুকুতে খোলা হচ্ছে এই স্নেক ক্যাফে। যেখানে আপনার পাশ দিয়েই ঘুরে বেড়াবে সাপ! টোকিও স্নেক সেন্টার থেকে সাপগুলো নিয়ে আসা হবে বলে জানা গেছে।

প্রাথমিক ভাবে ৩৫টি সাপ নিয়ে আসা হবে। পরে পরিস্থিতি বুঝে সাপের পরিমাণ বাড়ানো হবে বলেও জানা গেছে। তবে সাপ দেখার জন্য বাড়তি অর্থও গুনতে হবে।

ক্যাফেতে ২০টি সাপকে বিশেষ ভাবে রাখা হয়েছে। সাপগুলোর মধ্যে র্যাট স্নেক, মিল্ক স্নেক, ব্রাজিলের পাইথনও রয়েছে। ক্যাফের গ্রাহকেরা চাইলে এই সাপগুলোকে পোষার জন্য কিনে নিয়েও যেতেন পারেন। তার জন্য অবশ্য বাড়তি টাকাও দিতে হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন