চাঁদে মোবাইল নেটওয়ার্ক!

  28-02-2018 03:30PM

পিএনএস ডেস্ক:আগামী বছর থেকে চাঁদে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাবে।চাদে মোবাইল নেটওয়ার্কে এইচডি স্ট্রিমিং পর্যন্ত করা যাবে বলে জানিয়েছে মুঠোফোন অপারেটর কোম্পানি ভোডাফোন।

জার্মানীর ভোডাফোন কোম্পানি,নকিয়া ও গাড়ি নির্মানকারী প্রতিষ্ঠান অডি মঙ্গলবার জানায়,চাদে নাসার নভোচারী পদার্পণের ৫০ ব্ছর পরে এই মিশনে তারা একইসাথে কাজ করতে যাচ্ছে।

ভোডাফোন জানায় চাদে মোবাইল নেটওয়ার্ক স্থাপনে একটি স্পেস গ্র্রেড নেটওয়ার্ক তৈরীর জন্য নকিয়াকে তারা টেকনোলজি পার্টনার হিসেবে নিয়োগ দিয়েছে।এই স্পেস গ্রেড নেটওয়ার্কটি এত ক্ষুদ্র হার্ডওয়ার যে এর ওজন হবে এক ব্যাগ চিনির ওজনের সমান।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন