পিএনএস ডেস্ক:বাজারে কোমল পানীয়ের প্রতি মানুষের আসক্তি খুব একটা কম নয়। খোঁজ নিলে দেখা যাবে, অনেকেই আছেন যারা এক বসায় দুই লিটার পর্যন্ত কোমল পানীয় পান করতে পারেন।
আর্জেন্টিনার রাজধানী কোরডোবা শহরের অধিবাসী ডিয়েগো পেরেরার কোকা কোলার প্রতি আসক্তিও খুব একটা কম নয়। তবে সম্প্রতি এক কাণ্ড তার প্রিয় এই পানীয়ের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টে দিয়েছে। কোমল পানীয় কোকা কোলা পানের সময় একটি মৃত ইদুরের বাচ্চা আবিষ্কার করেন বোতলটিতে। খবর দ্য সানের।
গত সোমবার ডিয়েগো কোকা কোলা পানের প্রথমদিকে কয়েকটি পশম পান গ্লাসে।
পরে বোতলটির ভেতরে একটি মরা ইঁদুর বাচ্চা দেখতে পান। ব্যস কোন দিকে না তাকিয়েই সম্পূর্ণ বিষয়টি ক্যামেরায় ধারণ করেন তিনি। তবে প্রথমে ইঁদুরটি অস্পষ্ট দেখা গেলেও বোতলের তরল আলাদা করার সঙ্গে সঙ্গেই বাচ্চাটি ধরা পরে ক্যামেরায়। পর মুহূর্তেই ভিডিওটি তার ইউটিউব চ্যানালে আপলোড করে দেন।
ভিডিও ধারণের সময় তিনি বলেন, তাহলে গ্লাসে পশমগুলো তোমার ছিলো! এ সময় বোতলের ভেতরের ইঁদুরের বাচ্চাটি দেখিয়ে কোকা কোলা পানে বারণ করেন সবাইকে।
মাত্র দুই দিনের ব্যবধানে ভিডিওটি ২০ হাজারের বেশি দেখা হয়। শেয়ার হয়েছে ৯০০ বার।
কমেন্টে এক ফলোয়ার লিখেন, ‘তাহলে গোপন রেসিপিতে ইঁদুরকে ব্যবহার করা হয়?
পিএনএস/আলআমীন
কোকা কোলার বোতলে মরা ইঁদুর!
