যুবকের পায়ুপথ থেকে যা বের হলো শুনলে আঁতকে উঠবেন!!!

  07-06-2018 04:47PM

পিএনএস ডেস্ক : কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণায় অনেকে সারা বছর ভুগে থাকেন। শৌচাগারে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েও তাদের মল পরিষ্কার হয় না। বেশ কিছুদিন ধরে এমন সমস্যায় ভুগছিলেন চীনের এক যুবক। বিষয়টি নিয়ে খুব অস্বস্তিতেও ছিলেন তিনি। তাই ভেবেছিলেন- লম্বাটে, মসৃণ কিছু পায়ুপথে প্রবেশ করলে মিলবে স্বস্তি। কিন্তু হলো হিতে বিপরীত।

জানা গেছে, চীনের ওই ব্যক্তি কোষ্ঠকাঠিন্যের হাত থেকে মুক্তি পেতে পায়ুপথে একটি বেগুন প্রবেশ করান। এতে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মেলা তো দূরের কথা, সেটা ঠেকে যায় অন্ত্রের ভেতরে। ফলে বিপাকে পড়ে হাসপাতালে যেতে বাধ্য হন তিনি। সেখানে স্ক্যান করে দেখা যায়, পেটের ভেতরে এক বিশেষ কোণে আটকে রয়েছে বেগুনটি। দু’দিন ধরে তিনি পেটের ব্যথায় কাতরাতে থাকেন, বমি হয় বেশ কয়েক বার। শেষে অস্ত্রোপচার করেই বের করতে হয় বেগুনটি।

চিকিৎসকরা জানান, আরেকটু হলে বেগুনটি ওই ব্যক্তির ফুসফুসে গিয়ে আঘাত হানতো। তখন অন্য বিপদ ঘটতে পারত।

ওই ব্যক্তি এখন বিপদ মুক্ত বলে জানা গেছে। তবে, তার কোষ্ঠকাঠিন্য দূর হয়েছে কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি। চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম 'ওয়েইবো'তে ঘটনাটি এখন ভাইরাল।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন