ফিলিপিন্সের এক খামারে ছাগলের গর্ভে মানবশিশু? (ভিডিও)

  22-11-2018 02:43PM

পিএনএস ডেস্ক : ফিলিপিন্সের এক খামারে ছাগলের পেটে জন্ম নিয়েছে অদ্ভূত এক প্রাণী। প্রাণীটিকে দেখে রীতিমতো চমকে উঠেছিলেন খামারের মালিক জসেফিন ও তার পাড়া প্রতিবেশীরা। তারা অবাক হয়ে দেখেন, প্রাণীটির শরীরে একফোঁটাও লোম নেই। যার অবয়ব অর্ধেকটা মানুষের মতো, বাকি অর্ধেকটা শূকরের মতো। রয়েছে মানুষের মতো নাভিকুণ্ডও।

আসন্ন প্রসবা ছাগলটিকে নিয়ে চিন্তায় ছিলেন মালিক জসেফিন। কিন্তু ছাগলটি প্রসব করার পর উদ্বেগ পাল্টে ত্রাসে পরিণত হয়। কারণ একটিই। ছাগলটি এমন এক অদ্ভূত প্রাণী প্রসব করেছে যা কোনোভাবেই স্বাভাবিক ছাগশিশুর সাথে মিলে না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’ এ খবর প্রকাশ করেছে। ঘটনাটি ঘটেছে গেল ২ নভেম্বরে।

ফিলিপিন্সের ৪০ বছর বয়সী কৃষক জসেফিন জানিয়েছেন, প্রাণীটির শরীরটি শূকরের মতো হলেও মানবশিশুর সঙ্গে তার অনেক মিল আছে। প্রতিবেশীদের কেউ কেউ বলতে শুরু করেন, এটি মূর্তিমান শয়তান।

ফিলিপিন্স বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞানের অধ্যাপক আগপিতা সেলকেস অবশ্য জানিয়েছেন, এটি গর্ভে জিনগত মিউটেশানের কারণে এই ঘটনা ঘটছে।

প্রসঙ্গত, প্রসব করতে গিয়ে ছাগলটি মারা গিয়েছে। প্রিয় পোষ্যের জন্যে কষ্ট পাচ্ছেন জসেফিন। খামারটির জন্যও আপাতত অমঙ্গল চিন্তায় দিন কাটছে তার।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন