১১০ বছর পর ব্ল্যাক প্যান্থারের দেখা

  15-02-2019 12:40AM

পিএনএস ডেস্ক: গল্প আর উপন্যাসেই দেখা মিলত। বাস্তবে গত ১০০ বছরেও তার খোঁজ পায়নি কেউ। সর্বশেষ দেখা যায় ১৯০৯ সালে আফ্রিকার দেশ ইথিওপিয়াতে। কেনিয়ার এক প্রাণী বিশেষজ্ঞ দাবি করছেন, তিনি নাকি সম্প্রতি দেশটির এক জঙ্গলে বিরল ব্ল্যাক প্যান্থারের দেখা পেয়েছেন।

কেনিয়ার সান ডিয়েগো শহরের বন্যপ্রাণী বিশেষজ্ঞ নিক পিলফোল্ড দাবি করছেন, তিনি কেনিয়ার একটি জঙ্গলে বিরল ব্ল্যাক প্যান্থারের দেখা পেয়েছেন। তিনি জানান, দীর্ঘ কয়েক মাসের চেষ্টার পর ব্ল্যাক প্যান্থারটিকে ক্যামেরাবন্দি করেছে তার দল।

কেনিয়ার ওই প্রাণী বিশেষজ্ঞ বলছেন, দেশটির লাইকিপিয়া কাউন্টিতে একটি কালো প্যান্থার দেখতে পাওয়ার খবর পান তিনি। তাই শুনে গত বছর জঙ্গলের বিভিন্ন জায়গায় ক্যামেরা বসিয়ে রাখেন। সেসব ক্যামেরাতেই ধরা পড়েছে তার রাজকীয় উপস্থিতি।

তবে কেনিয়ার একটি দৈনিক দাবি করেছে, ২০১৩ সালে ওই এলাকাতেই ব্ল্যাক প্যান্থারের ছবি তুলেছিলেন তাদের এক চিত্রগ্রাহক। এই সংবাদের ছবিটি অবশ্য প্রাণী বিশেষজ্ঞ পিলফোল্ডের দলের সদস্য উইল বুরার্ড লুকাচের তোলা।
সূত্র: আনন্দবাজার

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন