ভারতে পাওয়া যাচ্ছে ১০ টাকায় শাড়ি!

  17-02-2019 04:50PM

পিএনএস ডেস্ক : বাইরে চকচকে, ভেতরেও এর চেয়ে ঢের বেশি। রয়েছে এসির ব্যবস্থাও। আর এরকম একটি নামিদামি শপিংমলে মাত্র ১০ টাকায় বিক্রি হলো একটি শাড়ি। অবাক হলেও এমনই ঘটনা ঘটেছে ভারতের হায়দরাবাদ শহরের সিদ্দিপেটের এক শপিং মলে।

শপিং মলের পক্ষ থেকে করা এ রকম প্রচারে প্রথমে খানিকটা হতভম্ব হয়ে গিয়েছিলেন আম জনতা। বেশিরভাগই বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু কয়েকজন শনিবার কৌতূহলী হয়ে শপিং মলে গিয়ে যেন নিজের চোখ-কানকেও বিশ্বাস করতে পারছিলেন না। সত্যি মাত্র ১০ টাকাতে বিক্রি হচ্ছে শাড়ি।

ভারতীয় গণমাধ্যমের খবর, মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে যায় এলাকায়। দলে দলে সদ্য কিশোরী থেকে শুরু করে বয়স্কা মহিলা, শাড়ি কিনতে হাজির হন শহরের সিএমআর শপিং মলে। ভিড় বেড়ে যায় হঠাৎ করে। কিন্তু এত ভিড় সামলানোর জন্য পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা রাখেননি মল কর্তৃপক্ষ। ফলে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তবে কি কারণে এত কম দামে শাড়ি বিক্রি করা হলো তা জানায় গণমাধ্যমটি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন