ভেসে এল অদ্ভুত মাছ

  01-03-2019 07:15PM

পিএনএস ডেস্ক : দেখতে অনেকটা কচ্ছপের মতো তবে আকৃতিতে বিশাল এক মাছ ভেসে এল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক সমুদ্র সৈকতে। বিজ্ঞানীরা অনেক ধরে খুঁজছিলেন এ মাছটিকে।

সাধারণত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চিলির সমুদ্র এলাকায় দেখা যায় এ মাছ। সর্বশেষ দেখা গিয়েছিল ১৮৯০ সালে। এরপর এর আর হদিস পাওয়া যায়নি।

সাত ফুট লম্বা মাছটির নাম 'হুডউইংকার সানফিশ'।

সমুদ্র বিজ্ঞানী মেরিয়ান নেজারড বলেন, ২০১৭ সাল থেকে এ প্রজাতির মাছটিকে আমি খুঁজছি। আমি কখনো ভাবিনি এটি এভাবে আমারে পায়ের কাছে ভেসে আসবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন