একটি মুরগির চারটি পা!

  21-04-2019 02:27AM

পিএনএস ডেস্ক : মুরগির সাধারণত দুটি পা হয়। গৃহপালিত এ পাখিটির যদি চারটি পা হয়, তাহলে অবাকই হতে হয়। আর এ অবাক করা ঘটনা ঘটেছে ঝিনাইদহে।

ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের মুরগি ব্যবসায়ী শাহাদৎ হোসেনের দোকানে দেখা মিলেছে চার পা বিশিষ্ট এক মুরগির। শনিবার (২০ এপ্রিল) সোনালি জাতের এ মুরগিটি শাহাদৎ শহরের হামদহ এলাকার আব্দুল ওহাবের ফার্ম থেকে কিনে আনেন।

শাহাদৎ অনেকগুলো সোনালী মুরগি কিনে আনার পর দেখেন, একটি মুরগির চারটি পা! ৫০০ গ্রাম ওজনের এ মুরগিটির পেছনে লেজের গোড়া দিয়ে স্বাভাবিক পায়ের মতোই আরও দুটি পা গজিয়েছে। এই অস্বাভাবিক পা দুটি নিয়েও এটি দিব্যি চলাফেরা করতে পারে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, ‘‘ভ্রূণ অবস্থায় ডিমের মধ্যে যখন বাচ্চা বড় হয়, তখন এমনটি হয়। এই অস্বাভাবিক প্রক্রিয়াকে বলে ‘ভ্রূণ অবস্থার অপবৃদ্ধি’।’’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন